Bangladesh

We encourage users to post events happening in the community to the community events group on https://www.drupal.org.
This group should probably have more organizers. See documentation on this recommendation.

উক্ত গ্রুপের লক্ষ্য ও পরিকল্পনা:
(১) বাংলাদেশে ও বাংলা ভাষাভাষীদের মধ্যে ড্রুপলকে ছড়িয়ে দেয়া।
(২) অনলাইনে ড্রুপল বিষয়ক বাংলা টিউটোরিয়াল সামগ্রী বৃদ্ধি করা।
(৩) ড্রুপল বিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করা।
(৪) ড্রুপল বিষয়ক যেকোন সমস্যা নিরশনে এগিয়ে আসা।
(৫) বাংলাদেশে ড্রুপল ডেভেলপারদের একত্রিত করা ও ড্রুপল জনপ্রিয় করনে সম্মিলিতভাবে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া।
(৬) সর্বোপরি, ড্রুপল CMS কে আরো সমৃদ্ধ করায় সহযোগিতা করা।

সংক্ষেপে ড্রুপল পরিচিতি:
(১) বর্তমানে অনলাইলে বিরাজমান সবগুলো CMS এর মধ্যে ড্রুপল নিঃসন্দেহেই অন্যতম এবং পূর্ণাঙ্গ একটি CMS.
(২) Drupal টেকনলজি কাজে লাগিয়ে এন্টারপ্রাইজ লেভেল থেকে শুরু করে ব্যক্তিগত সাইট পর্যন্ত যেকোন রকমের সাইটই অতি সহজে করে পেলা সম্ভব।
(৩) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ড্রুপল সবচেয়ে এগিয়ে।
(৪) যেকোন সংখ্যক কন্টেন্ট বা ব্যবহারকারী ব্যবস্থাপনার জন্যে ড্রুপল অন্য যেকোন CMS থেকে অনেক বেশি প্রস্তুত।
(৫) ড্রুপলের সিকিউরিটি এবং এর কর্মদক্ষতা সর্বোচ্চ পর্যায়ের।
(৬) ড্রুপল এবং ড্রুপল সম্পর্কিত সমস্ত মডিউলসমূহ ওপেনসোর্স এবং সম্পূর্ণ ফ্রি।

ASHADUZZAMAN's picture

এবার দ্রুপাল শিখুন বাংলায়

বাংলাদেশ দ্রুপাল কমিউনিটির সকল সদস্যদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেছা । আমি দ্রুপাল বাংলাদেশ গ্রুপের একজন নতুন সদস্য । প্রায় বেশ কিছুদিন ধরে আমি দ্রুপাল শিখছি এবং ব্যাবহার করছি । সি.এম.এস. জগতের অত্যান্ত জনপ্রিয় এই সফটওয়্যারটির ওপর কোনও বাংলা টিউটোরিয়াল না থাকায় আমি সম্পূর্ণ নতুনদের জন্য দ্রুপালের বাংলা টিউটোরিয়াল লিখছি ।

আশা করি আমি আপনাদের সবার সহযোগিতা পাব । অনুগ্রহ করে আমার পোস্টটি পড়ে মন্তব্য করবেন ।

Read more
almamun's picture

দ্রুপাল ব্যবহার করে আপনি কয়টি সাইট তৈরী করেছেন?

১টি
44% (4 votes)
২-৪টি
22% (2 votes)
৫-৮টি
11% (1 vote)
৯-১২টি
0% (0 votes)
আরো বেশি
22% (2 votes)
Total votes: 9
CatchFly's picture

জুমলা ২.৫ - ড্রুপল ৭ মাইগ্রেশন

সবাইকে শুভেচ্ছা,
আমি ড্রুপলে নতুন। ওয়ার্ডপ্রেসে কাজ করার অভিজ্ঞতা আছে। জুমলাতেও মোটামুটি ভাল।

আমি গুগলে সার্চ করে ঘেটে জুমলার ২.৫ ভার্সন থেকে ড্রুপল ৭ মাইগ্রেশন করার কোনো তথ্য পাইনি। কারো জানা থাকলে দয়াকরে শেয়ার করবেন কিভাবে জুমলার কন্টেন্টগুলো ড্রুপলে মাইগ্রেশন করা যায়।

ড্রুপলে একটি দিক খুবই ভাল এবং খুব ষ্ট্রং, এস.ই.ও -তে ড্রুপলের সামনে কেউ নেই মনে হচ্ছে। সাইটের র্য্যাংকিয়েও ড্রুপল সাইটগুলো এগিয়ে আছে। এর রহস্য কি?

Read more
ali_nayeem's picture

ডিফল্ট পেজার নিয়ে বিপদে পড়ছি

সালাম দেশি ভাইয়েরা
আমি নতুন দ্রুপাল user. আমি দ্রুপাল ৭ , marinelli theme use করছি। আমার পেজেগুলোর নিচে ডিফল্ট পেজার দেখাচ্ছে যদিও content ১০ এর কম। এই পেজারে ২ টা পেজ লিঙ্ক দেখায় কিন্তু দুটোতে ক্লিক করলে একই contents দেখায়। pager.jpg তে পেজের নিচের অংশের ছবি দিলাম।
আমি ডিফল্ট পেজার কিভাবে configure করে জানিনা। এই ঝামেলা কিভাবে দূর করব।

Read more

ড্রুপল সেটের পর করনীয় কাজসমূহ

ড্রুপল সেটার পর যে কাজগুরো করনীয়:

১. ক্রন সেট আপ করা।
২. URL সমূহ ক্লিন করা।

ক্রন সেট আপ করা:
ড্রুপল সাইটের ক্ষেত্রে ক্রন কনফিগার করা খুবই জরুরি একটি বিষয়। ওয়েব সাইটের কন্টেন্ট সমুহের মডিউল ইনডেক্স করা, অ্যাগ্রীগেটর মডিউলের ফীড নিয়ে

আসা, পিং মডিউল এর নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এবং সিস্টেম মডিউলের সময় মত সবকিছু দেখার শোনার কাজ যেমন: অপ্রয়োজনীয় লগ মুছে ফেলা ইত্যাদি

গরুত্বপূর্ণ কাজগুলো ক্রনের উপর নির্ভর করে।
ক্রন কি?
ড্রুপলের অনেক মডিউলের এমন কিছু কাজ রয়েছে যা কিছু সময় পর পর করতে হয়। উক্ত কাজগুলো ক্রনের মাধ্যমে করা হয়ে থাকে।

Read more

দ্রুত ড্রুপল ইন্সটল করা

ড্রুপল ব্যবহার করা শুরু করেছেন এমন ব্যবহারকারীদের জন্য লোকালহোস্ট ও সার্ভারে ড্রুপল ইন্সটল করার জন্য মৌলিক বিষয়সমূহ উক্ত পাতাটিতে উল্লেখ করা হয়েছে। ড্রুপল ৭ আরো অন্যান্য পদ্ধতিতে কিভাবে ইন্সটল করতে হয় তা বিস্তারিত জানতে Installation Guide পাতাটি দেখুন।

শুরু করার আগে "ড্রুপল সেটআপের নূন্যতম চাহিদা" পাতাটি দেখে আসুন।

ড্রুপল ডাউনলোড

ড্রুপল ডাউনলোড ও সার্ভারে কপি করার জন্য:

১. আপনার ওয়েব ব্রাউজার দিয়ে http://drupal.org/project/drupal উক্ত লিংকটিতে যান।

Read more

ড্রুপল সেটআপের নূন্যতম চাহিদা

ইন্সটল এবং ড্রুপল চালনা করার জন্য আপনার হোস্টের কিছু প্রয়োজনীয় সুযোগসুবিধা থাকতে হবে। সাধারণত বেশিরভাগ হোস্টেই এ সুযোগ সুবিধাগুলো রয়েছে।

ড্রুপল চালাতে সর্বনূন্য চাহিদা সমূহ নিচে দেওয়া হল:

ডিস্ক স্পেস: ১৫ মেগাবাইট

ওয়েব সার্ভার: Apache 1.3, Apache 2.x, or Microsoft IIS

ডাটাবেজ সার্ভার:

ড্রুপল ৫ এর জন্য: MySQL 3.23.17 অথবা বেশি

ড্রুপল ৬ এর জন্য : MySQL 4.1 অথবা বেশি

ড্রুপল ৭ এর জন্য : MySQL 5.0.15 অথবা PDO সহকারে বা তারচেয়ে বেশি, SQLite 3.3.7 অথবা তারচেয়ে বেশি

নোট: মাইক্রোসফ্ট এর SQL সার্ভার এবং Oracle সার্ভার সাপোর্ট করতে বাড়তি মডিউল ব্যাবহার করা লাগবে।

PHP:

Read more
TareqMahbub's picture

আমি ড্রুপল বাংলাদেশ গ্রুপের একজন মেনেজার বা মেন্টেইনার হতে চাই

যেহেতু ড্রুপল বাংলাদেশ গ্রুপ নিষ্ক্রিয়।
তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি ড্রুপল বাংলাদেশকে সক্রিয় ও জনপ্রিয় করে তোলার জন্য একজন মেনেজার বা মেন্টেইনার হিসেবে কাজ করবো।

আমি Drupal, Joomla, Magento, Wordpress নিয়ে প্রায় ২ বছর যাবত ওয়েব ডেবেলপিং এর কাজ করছি।
আমি একজন C, C++, Java এবং PHP প্রোগ্রামার।

আশা করি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন যেন ড্রুপলের মত অসাধারণ একটি টেকনোলজিকে আপনাদের সামনে আরো তুলে ধরতে পারি।

Read more
TareqMahbub's picture

I want to Manage this group

As I can see the maintainer or the manager of Drupal Bangladesh group is not active.

I want to be a manager of this group to make Drupal Bangladesh Group active and make it more popular here in Bangladesh.

I've 2 years of web developing experience on Drupal, Joomla, Magento, Wordpress.

You can see my background I think I could be a perfect option to be a manager of this group and I can afford to do this on my extra time.

I know its a lot of work to do but when my country is in need.

Read more

লোকাল হোস্টে ড্রুপল ব্যবহার সেটআপ পদ্ধতি

লোকাল হোস্টে ড্রুপল সেটআপ:
১. আপনার কম্পিউটারে wamp বা xamp ডাউলোড করুন ও ইন্সটল করুন।
১. ড্রুপলের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করুন।
২. wamp এর ক্ষেত্রে ডাউনলোডকৃত ড্রুপল কম্প্রেস্ড ফাইলটিকে wamp ডিরেক্টরীর www ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
আর xamp এর এর ক্ষেত্রে ডাউনলোডকৃত ড্রুপল কম্প্রেস্ড ফাইলটিকে xamp ডিরেক্টরীর htdoces ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
৩. localhost থেকে phpmyadmin এ গিয়ে একটি ডাটাবেজ ও ডাটাবেজ ইউজার তৈরী করুন এবং উক্ত ইউজারকে ডাটাবেজ হেন্ডেলিংয়ের সমস্প সুবিধা দিয়ে দিন।

Read more
almamun's picture

রংপুর নিউজ - দ্রুপাল চালিত সর্বপ্রথম(!) বাংলা সংবাদপত্র

রংপুর নিউজ অন্য একটি কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম দিয়ে চালানো হচ্ছিল যেটা সংবাদ প্রকাশকদের কাছে তেমন সহজ ছিল না। তাদের প্রয়োজন ছিল ওয়ার্ডপ্রেসের মতো কিম্বা তারচে' সহজ কোন ব্যবস্থা; সঙ্গে ছবি যোগ করার সহজতর উপায়। এবং সুন্দর ও আকর্ষণীয় টেমপ্লেট। দ্রুপাল ৭ বাছলাম; বেস থিম হিসেবে tma। শেষমেষ যা দাড়ালো তা সম্ভবত দ্রুপালে তৈরী সর্বপ্রথম বাংলা সংবাদপত্র। সর্বপ্রথম না হলেও ক্ষতি নেই.. ঠিক যেমন চেয়েছিলাম, প্রায় তেমনটিই হয়েছে।

ঠিকানা rangpurnews.com

Read more
kashem's picture

Looking for High Skilled Drupal Programmer in Chittagong

Hi

We are in need of a high skilled Drupal programmer for immediate appointment .We can wait for a few days. Please pass this job advertisement if you know http://jobs.bdjobs.com/JobDetails.asp?ID=416383&cid=8.

The programmer will as a team member of a group working from England, Scotland and some other parts of the world. Our client has a number of websites. He is migrating most of the sites from various platform .

This is an excellent opportunity to involve oneself with a highly skilled international team .

Let me know if you have any suggestions, questions etc

Read more
almamun's picture

Banglajogot.com কে দ্রুপালে কনভার্ট করলাম

উহম.. সাইটটা আহমরি কিছু নয়, আবার কন্টেন্টও কয়েকটির বেশি নেই (সত্যি)। তারপরও ওটাকেই নিয়ে লিখছি। কারণ এটার জন্য একটা সাব-থিম বানাতে হয়েছে। বানাতে হয়েছে বলতে, আমার অভ্যাসই হলো সুযোগ পেলে সংশ্লিষ্ট সাইটের জন্য একটা টেমপ্লেট বানিয়ে ফেলা। জুমলাতে টেমপ্লেট বানানো অনেক সহজ। তবে বুঝতে পারছি, দ্রুপালেও কঠিন না। Openpublish দিয়ে শুরু করলেও ডিফল্ট কন্টেন্ট টাইপ, কমেন্ট, ইউজার প্রোফাইল ঝেড়ে মুছে,কেটে ছিড়ে নিয়েছি, যদিও বেশ বুঝতে পারছি ফোরামে আরো কিছু স্টুপিড প্রশ্ন নিয়ে হাজির হতে হবে। তবে, কাস্টোমাইজ করতে ভালই লাগছে।

আলমামুন

Read more
fahimmurshed's picture

Drupal দিয়ে বাংলা নিউজপেপার সাইট

সবাইকে শুভেচ্ছা,
এখানের দ্রুপাল গুরু তথা যারা দ্রুপাল ভাল জানেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। আমি দ্রুপাল দিয়ে নিউজপেপার সাইট তৈরী করতে চাই।

এখানে আমি বলে রাখি, আমি জুমলাতে এক্সপার্ট বা এটায় ভাল হাত আছে :) কিন্তু এখন কেমন যেন বিরক্ত লাগছে। নিউজপেপারে অনেক কিছু সহজভাবে করা যায় না যা দ্রুপালে করা যায়। আর্কাইভ সিষ্টেম নেই (আছে কিন্তু এক্সটেনশন সেটআপ করে নিতে হয়) যেখানে দ্রুপালে অনেক কিছু বিল্টইন আছে। তাই আমি দ্রুপালে মুভ করতে যাচ্ছি।

Read more
monirbhuiyan's picture

Drupal Bangladesh user group meeting in Dhaka

Start: 
2011-08-23 (All day) - 2011-08-24 (All day) UTC
Organizers: 
Event type: 
User group meeting

We will be able to finalize this as time goes. Please contribute your idea. I'd propose some online discussion/IRC, before final face to face meeting in June/July.

  1. Topics for Session ( at least 5 topics -- dev, themer, manager, client perspective ):
    From Monirbhuiyan: Development of Bangla content/editor, Mobile content

  2. Speaker: To be announced

  3. Date Time + Venue: To be announced

  4. Sponsors:

  5. An Ad-hoc committee

Read more
neotohin's picture

A day-long event/meetup in Dhaka

I am proposing a day-long workshop or meetup in Dhaka, Bangladesh. lets have a discussion and planning on this. SPEAK UP !

Read more
engronu's picture

Hello World!

Hello everybody,

I am a drupal developer and themer, working in a software firm in Dhanmondi, Dhaka. I am new in this group so I expect your co-operation on this journey.

Thanks
Masud

Read more
highermath's picture

DrupalCon in South Asia? 2013?

Is the South Asian community ready to take on a DrupalCon, perhaps as soon as January 2013?

If so, now would be the perfect time to start discussing it. It would be great to open this discussion before DrupalCon Chicago, next month. Of course, if you are going to Chicago, we can have a very informal meeting there.

To be clear, there has been no discussion, let alone a decision of any kind by the Drupal Association. This is strictly a fact-finding mission by me to gauge the level of interest in your communities.

Read more
dar-wan's picture

About getting built-in bangla key board in web site

আমি আমার দ্রুপাল নির্মিত বাংলা সাইটটিতে একটি বিল্ট ইন বাংলা কি-বোর্ড সংযুক্ত করতে চাই। এই মুহূর্তে এই সম্পর্কিত কোনো মড্যুল দ্রুপালের নেই। কিন্তু এটা খুবই দরকারী। অবশ্য, সচলায়তন, আমরাবন্ধু-র মত কিছু বাংলা ব্লগ এজাতীয় বিল্ট ইন কি-বোর্ড সাইটে সংযুক্ত করেছে। এটা বুঝতে পারছি না কি ক'রে এটা তারা করলেন। কারো জানা থাকলে জানাবেন প্লিজ।
ধন্যবাদ

Read more
Subscribe with RSS Syndicate content